স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে অন্ত:সত্ত্বা গৃহবধূকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল বখাটে। গত ১১ মে রাত ৮ টার দিকে উপজেলার মাছমারা এলাকায় এই ঘটনা ঘটে।
তবে স্থানীয়রা টের পাওয়ায় রক্ষা পেয়েছেন ওই গৃহবধূ। এলাকাবাসীর ধাওয়া পালিয়েছে বখাটেরা।
ভুক্তভোগী গৃহবধূর বাবার বাড়ি উপজেলার ভাজনপুরে। মাস চারের আগে পরিবারের সম্মতিতে মাছমারা এলাকায় তার বিয়ে হয়।
এই ঘটনায় ১২ মে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দেন ওই গৃহবধূর শাশুড়ি। এতে আসামী করা হয়েছে চার বখাটে শরীফ, জাহিদ, আসমাউল ও ইমরানকে। এরা সবাই উপজেলার ভাজনপুরের বাসিন্দা।
মামলা দায়েরের সাত দিনেও আসামীদের ধরতে পারেনি পুলিশ।
জানা গেছে, ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতেই ছিলেন। ১১ মে রাত ৮ টার দিকে চুলার জন্য জ্বালানী খড় নিতে বাড়ির বাইরে বের হন।
ওই সময় আগে থেকে ওৎপেতে থাকা একদল বখাটে জোর করে তাকে অপহণের চেষ্টা করেন।
গৃহবধূর চিৎকারে এগিয়ে আসেন স্বজন ও প্রতিবেশীরা। তখনই পালিয়ে যায় বখাটে দল। ধাওয়া করেও তাদের ধরতে পারেনি এলাকাবাসী।
ওই গৃহবধূ বখাটেদের চিনতে পারেন । পরে এনিয়ে মাটিকাটা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্যকে অভিযোগ দেয় ভুক্তভোগী পরিবার।
বখাটেরা প্রভাবশালী হওয়ায় এনিয়ে কিছুই করতে পারেননি ইউপি সদস্য। বাধ্য হয়ে শেষে থানায় অভিযোগ দেয় গৃহবধূর পরিবার।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটির তদন্তভার পড়েছে প্রেমতুলি পুলিশ ফাঁড়িকে।
জানতে চাইলে প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। কোন অফিসারের কাছে তদন্ত ভার আছে সেটি দেখতে হবে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেয়া হবে।