স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে নগরীতে ৫৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হিজলগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলেন- গোদাগাড়ীর পিরিজপুর এলাকার মো. শরিফ মাস্টারের ছেলে লিংকন (২০) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে জয়নাল (২২)। এনিয়ে রাতেই গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটওয়ারি ওই দুই যুবকের নামে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। র্যাবের দায়ের করা মামলায় সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তাদের আদালতে নেয়ার কথাও জানান তিনি।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলগাছি এলাকায় অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। ওই সময় মোটরসাইকেল আরোহী ওই যুবককে আটক করে। তাদের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবদে ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
আপনার মন্তব্য