স্টাফ রিপোর্টার: নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে দীর্ঘদিন ধরেই নিচের চাঁটাই করা চাল বিক্রি করছিলেন রাজশাহীর দুই চালকল মালিক। এই কাণ্ডে জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার চালকল দুটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ক দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম অালী। তিনি বলেন, চাউলের অবৈধ মজুদ ও বিভিন্ন ভোক্তা-অধিকার বিরোধী অপরাধ ঠেকাতে তারা পুঠিয়ায় এই অভিযান চালান।
তারা মেসার্স অাল-অামিন চাউল কল ও মেসার্স বাঁধন চাউলে অভিযান চালিয়েছেন। চালকল দুটিতে নওগাঁ ও কুষ্টিয়ার প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়কে মজুদ চাল পাওয়া যায়। দীর্ঘদিন ধরেই তারা নামি-দামি এসব ব্র্যান্ডের মোড়কে নিচের চাল বিক্রি করছিলেন।
এই কাণ্ডে মেসার্স আ-আমিন চাউল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স বাঁধন চাউল কলকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।
জরিমানা ছাড়াও সতর্ক করা হয়েছে চালকল দুটিকে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক।