খেলাধুলা ডেস্ক: নিজের দীর্ঘদিনের সঙ্গী ব্রেসলেট নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল এক্সপ্রেসের প্রিয় ব্রেসলেটটি কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।
বড় চমক হচ্ছে ব্রেসলেটটি কিনে নেওয়ার পর সেটি আবার উপহার হিসেবে মাশরাফীকেই দেওয়ার কথা জানিয়েছে বিএলএফসিএ। বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মুমিনুল ইসলাম।
নিলামে ব্রেসলেট বিক্রির অর্থ মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে।
অনলাইনে নিলামের আয়োজক প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’ ১৬ মে থেকে নিজেদের ফেসবুক পেজে ব্রেসলেটটির নিলাম শুরু করে। এর ভিত্তিমূল্য ছিল পাঁচ লাখ টাকা। তবে অল্প সময়ের মধ্যেই সেটির দাম উঠে যায় ১৫ লাখ টাকা। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে মাশরাফীর ব্রেসলেটের দাম। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকায় বিক্রি হয়।
এর আগে করোনাদুর্গতদের সাহায্যে বাংলাদেশ জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়ও এগিয়ে এসেছেন। সাকিব আল হাসান তাঁর ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট ১৭ লাখ টাকায় কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ফাউন্ডেশন।
আপনার মন্তব্য