স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় সাদিকুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানযাত্রী মারা গেছেন। বুধবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার গোল্লাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুল ইসলাম উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
রাজশাহী নগরীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, সন্ধ্যার দিকে ভ্যানে চেপে বানেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাদিকুল ইসলাম।
পথে পোল্লাপুকুর এলাকায় ভ্যানের এক্সেল ভেঙ্গে যায়। এতে রাস্তায় ছিটকে পড়েন ওই যাত্রী। ওই সময় তাকে চাপা দিয়ে যায় বেপরোয়া গতির ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান সাদিকুল ইসলাম। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, ওই যাত্রীকে চাপা দেয়ার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা যায়নি। এই ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।