33.2 C
Rajshahi
শনিবার, জুন ২৫, ২০২২

ফের একসঙ্গে বড়পর্দায় অমিতাভ-শাহরুখ

বিনোদন ডেস্ক: ফের এক সঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন আর বাদশাহ শাহরুখ খান। এনিয়ে দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই এই দুই তারকাকে আবারও একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। শনিবার নেট মাধ্যমে অমিতাভ বচ্চনের বিশেষ একটি পোস্ট এই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চন যে ছবিটি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তার অভিনীত ‘ডন’সিনেমার পোস্টারে তিনি সই করছেন। পাশে বসে তার দিকে তাকিয়ে আছেন আর এক ‘ডন’শাহরুখ।

এই ছবি দেখেই জোর জল্পনা শুরু হয়েছে নেট মাধ্যমে। তবে কি ফারহান আখতারের পরিচালনায় এবার ফের একসঙ্গে দেখা যাবে দুই ‘ডন’কে?

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফারহান ‘জি লে জরা’সিনেমার কাজে ব্যস্ত। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটের সময় মিলতেই ছবির শুটিং শুরু করেছেন তিনি।

সম্ভবত এই ছবির পরেই ‘ডন থ্রি’র কাজ শুরু করবেন পরিচালক।  ডন থ্রি’তে  অমিভাভ-শাহরুখের একসঙ্গে কাজের গুঞ্জন উঠলে এ ব্যাপারে পরিচালক বা অভিনেতারা কেউই কোনও মন্তব্য করেননি।

অমিতাভ অভিনীত ‘ডন’ মুক্তি পায় ১৯৭৮ সালে। ওই ছবির রিমেক হয় ২০০৬ সালে। ‘ডন টু’ ছবিটি মুক্তি পায় ২০১১ সালে।

এই রকম আরোও খবর

ফেসবুকে আমাদের ফলো করুন

0Fansমত
3,360অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব
- Advertisement -spot_img

সর্বশেষ খবর