স্টাফ রিপোর্টার: রাজশাহীর ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো ওয়ান ব্যাংক লিমিটেড। শুক্রবার (৩ জুন) রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে এনআরবিসি ব্যাংক লিমিটেডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়ান ব্যাংক। খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে এনআরবিসি ব্যাংক। ১৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০৭ রান। জবাব দিতে নেমে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়ান ব্যাংক।
শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। সমাপণীতে প্রধান অতিথি ছিলেন তিনি। এতে সম্মানিত অতিথি ছিলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি- ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
গত ১৩ মে রাজশাহীতে মাঠে গড়ায় ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। এবারের প্রতিযোগীতায় সরকারী ও বেসরকারী ব্যাংকের ২৬টি দল অংশ নেয়। প্রতি শুক্রবার ও শনিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সহায়তা দেয় রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমি।