28.4 C
Rajshahi
সোমবার, আগস্ট 8, 2022

রাজশাহী বিভাগে করোনায় আরো ১৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এই ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরো ৮১৩ জনের। এ পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৪৪ হাজার ৪২৬ জনে। এ পর্যন্ত ৬৮৭ জনের প্রাণ নিয়েছে করোনা।

বুধবার (১৬ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই  তথ্য জানানো হয়েছে। 

এদিকে, করোনার হটস্পট এখনো রাজশাহী। এই জেলায় গত এক দিন ৩৪৩ জনের করোনা ধরা পড়েছে। এটি গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। একই দিনে নওগাঁয় ১২৫, নাটোরে ১২০, জয়পুরহাটে ৬৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৬, বগুড়ায় ৪১, পাবনায় ৩৫ এবং সিরাজগঞ্জে ২৭ জনের করোনা ধরা পড়েছে।

এর আগে গত ১৫ জুন ৩৫৩, ১৪ জুন ৩০৮, ১৩ জুন ৩৬৮, ১২ জুন ১৯৫, ১১ জুন ১৯৫, ১০ ‍জুন ৩৫৩,  ৯ জুন ৩৫৩, ৮ জুন ২৯৯, ৭ জুন ২৭০, ৬ জুন ২২২, ৫ জুন ২৮৮, ৪ জুন  ৩৭২ জন, ৩ জুন ৩৭৮ জন, ২ জুন ৪২৭ জন এবং ১ জুন ৩৮২ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতেই।  

এদিকে, গত এক দিনে বিভাগে যে ১৫ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে ছয় জনই চাঁপাইনবাবগঞ্জ  জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন বগুড়া জেলায়। করোনার হটস্পট রাজশাহীতে এই দিন প্রাণ গেছে দুজনের। দুজন মারা গেছেন নওগাঁ জেলায়। এছাড়া নাটোরেও একজন প্রাণ হারিয়েছেন করোনায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, গত ১৩, ৭ ও ৬ জুন রাজশাহী জেলায় করোনায় প্রাণহানির খবর নেই। তবে গত ১৫ জুন তিনজন, ১৪ জুন দুজন, ১২ জুন চারজন, ১১ জুন ৫ জন, ১০ জুন তিনজন, ৯ জুন একজন, ৮ জুন একজন, ৬ জুন এবং ৫ জুন তিনজন প্রাণ হারিয়েছেন রাজশাহী জেলায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৬৮৭ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৩১ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১১৪, চাঁপাইনবাবগঞ্জে ৮৩, নওগাঁয় ৫৬, নাটোরে ৩৯, সিরাজগঞ্জে ২৭, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৫০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩৪ হাজার ৩৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৪১২ জন।

এদিকে, প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে ৫ জন করোনায় এবং ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। 

এছাড়া ৩০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৪৪ জন।  এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। এর আগে মঙ্গলবার (১৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে ৪৩ দশমিক ৪৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এই রকম আরোও খবর

ফেসবুকে আমাদের ফলো করুন

0Fansমত
3,429অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব
- Advertisement -spot_img

সর্বশেষ খবর