স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে আরও ১৫ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এর মধ্যে ১১ জনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া নাটোরে ২ জন এবং পাবনায় ২ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩৯৯ জনে।
এদিকে, গত একদিনে বিভাগজুড়ে আরও ৬৩৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৫৮ জনে।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৩৬৭ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৪৭১ জন। এই একদিনে হাসপাতালে এসেছেন ১৩১ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ হাজার ৮৫৮ জন।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৬৩৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২১৫ জন রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া সিরাজগঞ্জে ১৪৩, পাবনার ১১০, বগুড়ায় ৯২, নাটোরে ৪২, নওগাঁয় ২৩, জয়পুরহাটে ৭ এবং চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৯৯ জনের। এর মধ্যে বগুড়া ১১, নাটোরে ২ জন এবং পাবনায় ২ জন মারা গেছেন। গত একদিনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৫৯০, রাজশাহীতে ২৫৩, চাঁপাইনবাবগঞ্জে ১৪৩, নওগাঁয় ১২৩, নাটোরে ১২৯, সিরাজগঞ্জে ৭৫, জয়পুরহাটে ৫২ এবং পাবনায় ৩৪ জন মারা গেছেন।