28.4 C
Rajshahi
সোমবার, আগস্ট 8, 2022

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

জাতীয় ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

যেভাবে গ্রেপ্তার মামুনুল

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টকাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। সেই সময় থেকেই পুলিশ তার ওপর নজর রাখছিল।

জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও বিভাগের শতাধিক পুলিশ ওই মাদ্রাসা ঘিরে ফেলে। পরে মাদ্রাসার দোতলার একটি কক্ষ থেকে মামুনুল হককে নিয়ে পুলিশের মাইক্রোবাসে তোলা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। সবশেষ তথ্যমতে তিনি সেখানেই আছেন।

এই রকম আরোও খবর

ফেসবুকে আমাদের ফলো করুন

0Fansমত
3,429অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব
- Advertisement -spot_img

সর্বশেষ খবর