স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নগর কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত। রোববার (১০ জানুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৫টি মামলাও দায়ের করেছে রাসিক।
রাসিকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নগর ভবন গেট হতে নিউমার্কেট, গণকপাড়া, জিরোপয়েন্ট, আলুপট্টি থেকে সোনাদিঘী হয়ে সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালানো হয়। নিয়মিত এই অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
উচ্ছেদ অভিযানকালে ৫টি মামলা দায়ের করে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য