জয়পুরহাট: বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
তরুনীর মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় দোগাছি ইউনিয়নের আব্দুল কুদ্দুস নামের ওই ইউপি সদস্যকে বুধবার দিবাগত মধ্যরাতে গ্রেফতার করে র্যাব।
আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় তরুনীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, একমাস আগে ওই তরুণীকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখায় ইউপি সদস্য কুদ্দুস।
তার প্রস্তাবে প্রলুব্ধ হয়ে তরুণী পাসপোর্ট করতে বুধবার বিকেলে স্থানীয় খঞ্জনপুরে কুদ্দুসের সাথে দেখা করে।
এ সময় কুদ্দুস তার স্বজনের বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply