স্টাফ রিপোর্টার, রাজশাহী: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে।
হত্যাকান্ডের ৪র্থ বর্ষপূর্তিতে শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপুরণ, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২ দশমিক ৩০ একর জমি ফেরতসহ ৭ দফা দাবি জানানো হয়।
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজকুমার শাঁও, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারন সম্পাদক তরুন কুমার মুন্ডা, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, রাজশাহী মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস প্রমূখ।
হত্যাকাণ্ডের চার বছরেও বিচার না হওয়ায় উদ্বেগ জানান বক্তারা। তারা বলেন, সম্প্রতি পিবিআই কর্তৃক দাখিলকৃত চার্জশীটে ঘটনার মূলহোতা ও প্রধান আসামীসহ অভিযুক্তদের বাদ দেয়া হয়েছে।
ভুক্তভোগীরা অভিদ্রগণকৃত বাপ-দাদার জমি এখনো ফেরত পায়নি। উল্টো হত্যকাণ্ডের শিকার পরিবারগুলোকে হামলা-মামলার হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে হত্যাকাণ্ডে জড়িতরা।
সাঁওতালদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারী পুলিশ প্রশাসনকে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি সরকার। ক্ষতিগ্রস্থদের যথাযথ পুর্নবাসনেরও কোন উদ্যোগ নেই। এতে সুষ্ঠু বিচার পাওয়া নিয়েও শঙ্কায় ক্ষতিগ্রস্থরা।
Leave a Reply