গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহু।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তিনি পরিদর্শনে আসেন।

এ সময় জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে রহনপুর রেলস্টেশনে পূর্ণাঙ্গ রেলপথ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা সহ ১৬টি দাবি জানান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

এছাড়াও নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন ও রহনপুর উন্নয়ন ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেনারেল ম্যানেজার অজয় কুমার পোদ্দার, প্রধান প্রকৌশলী আবু ফাত্তার মোহাম্মদ মাসুদুর রহমান, সিওপিএস শহিদুল ইসলাম, প্রধান যন্ত্র-প্রকৌশলী কুদরত-ই-খুদা, সিসিএম পশ্চিম আহসান উল্লাহ ভূঁইয়া, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী শফিকুর রহমান, সিসিও রেজাউল করিম , চিফ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম।

আরও উপস্থিত ছিলেন রহনপুর আম আড়ৎ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার প্রমুখ।

পরে তিনি উপজেলার সীমান্ত এলাকার বাঙ্গাবাড়ি শিবরামপুর বর্ডার পরিদর্শনে যান।

Leave a Reply