সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজশাহীতে। 

শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ আয়োজন করে।

এই কর্মসূচি থেকে অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে হুমকি প্রদানকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

একই  সাথে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য- রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নগর সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অসিত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নগর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র সরকার, জেলার সাধারণ সম্পাদক অম্বর সরকার প্রমুখ।

Leave a Reply