ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বড়শিবপুর (কাজিপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ওই গ্রামের মৃত পানজেত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, গ্রেপ্তার ওই কৃষক রোববার বেলা ১১ টার দিকে একই গ্রামের ৬ বছরেরে এক শিশুকে মোবাইলে গান শোনানোর কথা বলে নিজ বাড়ির পাশে একটি নির্জন জায়গায় ডেকে নেন।

পরে সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় শিশুটির দাদি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে সাইফুল দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সোমবার সকালে ওই কৃষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। 

সাইফুলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলেশের ওই কর্মকর্তা।

Leave a Reply