চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের হিরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়া থেকে সোমবার দিবাগত রাতে এই অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ওই ব্যক্তি হলেন- সুমন আলী (৩৮) । তিনি উপজেলার ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়ার মনিরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-ডিবি) বাবুল উদ্দিন সরদার জানান, গত সোমবার দিবাগত রাত সোয়া ২টায় ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনিরুলের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে তার নিজ বাড়ি থেকে প্রায় ২ কোটি টাকা সমমূল্যের ২ কেজি হেরোইনসহ সুমন আলীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply