স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
এরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর পাইকেনপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে তরুণ হোসেন (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর এলাকার আক্তার মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫)।
তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ছাড়াও নগর ১২ হাজার টাকা এবং গাঁজা পরিবহণে ব্যবহৃত ট্রাক জব্দের কথা জানিয়েছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-৫ জানিয়েছে, র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ওই অভিযান চালায়। ওই সময় এই বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে পাকড়াও করে র্যাব।
ওই দুজন র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা এই গাঁজা রাজশাহীতে এনেছেন। ট্রাকে করে বহণকালে তারা র্যাবের হাতে ধরা পড়েন। এসময় দীর্ঘদিন ধরে নিজেদের মাদক কারবারে জড়িত থাকার কথাও স্বীকার করেন ওই দুজন।
ওই দুজনের নামে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার ওসি এসএম মাসুদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এই মামলায় সোমবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথাও জানান ওসি।
Leave a Reply