স্টাফ রিপোর্টার: নিয়ামতপুরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইনচার্জ হুমায়ন কবীর। 

সভায় উপজেলার প্রত্যেক ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক  অংশ নেন।

 আইন শৃংখলা সভা শেষে মাদক নিয়ন্ত্রন ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply