স্টাফ রিপোর্টার: নওগাঁ সদর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানন নতুন ভবন পাচ্ছে। চার কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এই দুটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
সোমবার উপজেলার বর্ষাইল ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃজ্ঞ সাহা, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা পরিষদর চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার মন্ডল, সাধারন সম্পাদক ডিএম মনিরুল ইসলাম মিন্টু।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা।
পরে প্রধান অতিথি স্কুল চত্বরে বৃক্ষ রোপন করেন। এর আগে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বর্ষাইল ইউনিয়নে তিন কোটি টাকা ব্যয়ে মল্লিকপুর এমএজেবি পাবলিক উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন এবং এক কোটি ২২লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট বর্ষাইল কাইউম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
Leave a Reply