স্টাফ রিপোর্টার, রাজশাহী: মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান। 

চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা পৌনে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

করোনা শনাক্তের পর বৃহস্পতিবার তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। শুক্রবার পর্যন্ত তিনি হাসপাতালের কেবিনে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান জানিয়েছেন প্রয়াত মুনসুর রহমান পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার হামিদ সরকারের ছেলে। দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

দীর্ঘদিন ধরেই মনসুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।

তার গ্রামের বাড়িতে মরদেহ দাফনের কথা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।

Leave a Reply