স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর পদ্মায় গোসলে নেমে তলিয়ে গেছেন রকিমন নেসা (৭০) নামের এক বৃদ্ধা।
রোববার বেলা আড়াইটার দিকে নগরীর হারুপুর আই-বাঁধ এলাকার পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করেছেন দমকল কর্মীরা।
নিহত রকিমন নেসা নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার তাহার আলীর স্ত্রী।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, বেলা দেড়টার দিকে পদ্মায় গোসনে নেমে ওই বৃদ্ধা। ওই সময় তিনি পানিতে তলিয়ে যান।
টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সন্ধান না পেয়ে দমকল কর্মীদের খবর দেন।
পরে সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার শামসুল আলম, ডুবুরি রিপন হোসেন ও জুয়েল রানা ও ডুবুরি আব্দুর রাজ্জাক পদ্মা নদীতে প্রায় একঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান লতিফুর বারী।
Leave a Reply