স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে সাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
তাদের কাছ থেকে বেশকিছু সাংগঠনিক নথিপত্র ও জিহাদি বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবির কর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গ্রেফতার রায়হান আলী জেলার পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। তিনি শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদি বইসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন থানার এসআই শাহাদাত হোসেন। ওই মামলায় বিকেল বেলা সাড়ে ৩টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Leave a Reply