বিনোদন ডেস্ক: মিশরে পিরামিডের সামনে দাঁড়িয়ে ‘অশ্লীল’ ছবি তোলার অভিযোগে সালমা আল সিমি নামে এক মডেল ও ও তার ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাচীন মিশরের ফারাওদের মতো পোশাক পরে কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসের বিভিন্ন পিরামিডের সামনে ছবি তুলেছিলেন সিমি। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।
মিশরের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত এলাকায় ব্যক্তিগত ফটোশ্যুট করার জন্যই মডেল সিমি ও তার ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে আদালতে সালমা আল সিমি জানিয়েছেন, ওই জায়গায় ছবি তোলা যে নিষিদ্ধ, তা তিনি জানতেন না। মিশরের সংস্কৃতিকে অপমান করার ইচ্ছে তার ছিল না। বরং মিশরে পর্যটক যাতে বাড়ে, সেটাই তার উদ্দেশ্য ছিল।
অন্যদিকে সিমিকে গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অনেকেই সালমা আল সিমির ছবিতে কমেন্টে করেছেন, ‘আপত্তিকর’, ‘অনুচিত’। একজনের সরাসরি প্রশ্ন, ‘পিরামিডের সামনে সাধারণ ছবি তোলাও নিষিদ্ধ?’
Leave a Reply