বিদেশ ডেস্ক: গত ৪ ঘণ্টায় ৫৭২ তালেবান বিদ্রোহীকে হত্যার দাবি করে আফগান সরকার। তাদের দাবি আফগান বাহিনীর হামলায় নিহত হয়েছেন এরা। আহত হয়েছে অন্তত ৩০৯ বিদ্রোহী।
রোববার (৮ আগস্ট) টুইটারে এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নানগরহর, লাঘমান, কান্দাহারসহ ১৮টি প্রদেশে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেসের অভিযানে ৫৭২ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে।
এছাড়াও আহত হয়েছে অন্তত ৩০৯ জন। এদিন সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা ১৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে সরকারি বাহিনী।
এ বিবৃতি দেওয়ার পর কয়েক দফায় ৩৩, ৪৫, ৭ ও ১৪ তালেবান বিদ্রোহী নিহতের খবর জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালেবান বিদ্রোহীদের উদ্দেশ্যে চালানো বিমান হামলায় দুই শতাধিক তালেবান বিদ্রোহী নিহত হয়েছে বলে জানান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
Leave a Reply