স্টাফ রিপোর্টার, রাজশাহী: টানা ৬৫ দিন সর্বনিম্ন মৃত্যু দেখল রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪ জন এবং নাটোরে একজন সহ ৫ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৪১৭ জনে।
সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২২ জলাই এবং ৭ আগস্ট বিভাগে ৬ জন করে প্রাণ হারিয়েছেন করোনায়। আরও আগে গত ৪ জুন প্রাণ হারান ৪ জন। এরপর থেকে এই অঞ্চেলে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ায় দীর্ঘ হয় মৃত্যুর মিছিল।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত ৮৮ হাজার ৮৯১ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ৫৫১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই দিন রাজশাহীতে ১৪৩, সিরাজগঞ্জে ১৩৬, বগুড়ায় ৯৬, পাবনায় ৭২, চাঁপাইনবাবগঞ্জে ৩৭, নাটোরে ৩৭, নওগাঁয় ২০ এবং জয়পুরহাটে ১০ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৯১ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭৬০ জন।
এই একদিনে হাসপাতালে এসেছেন ১১৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ হাজার ২৭১ জন।
গত এক দিনে বগুড়া বগুড়ায় ৪ জন এবং নাটোরে একজন মারা গেছন। এই দিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৫৯৮, রাজশাহীতে ২৫৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪৩, নাটোরে ১৩৩, নওগাঁয় ১২৪, সিরাজগঞ্জে ৭৬, জয়পুরহাটে ৫৩ এবং পাবনায় ৩৫ জন মারা গেছেন।
Leave a Reply