বিনোদন ডেস্ক: সেজে-গুজে সোফায় বসে রাঁধেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে এমনই রান্নার একটি ভিডিও শেয়ার করেন মাহি নিজেই।
কিন্তু মজার ব্যাপার হলো, অন্য সবার মতো রান্নাঘরে গিয়ে নয়, মাহি রান্না করছেন তার বাসার সোফায় বসে!
শুনতে অদ্ভুত হলেও ঘটনা সত্য। মাহি জানান, তিনি ভুনা খিচুড়ি রান্না করেছেন। কারণ বুধবার (১১ আগস্ট) থেকে তার জিম শুরু হবে। এরপর লোভনীয় খাবার আর খেতে পারবেন না।
রান্না করতে করতে মাহি বলেন, ‘অনেক দিন পর রান্না করছি। অবশ্য কোরবানির ঈদে গরুর কালাভুনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা কালা হয়নি, অন্যরকম কিছু একটা হয়ে গেছে। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব।’
মাহির এই রান্নার ভিডিওটি দেখেছেন প্রায় ৪ লাখ অনুসারী। এতে রিঅ্যাকশন পড়েছে ৫০ হাজারের বেশি। মন্তব্য জমেছে প্রায় ১০ হাজার। এর মধ্যে সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। কেউ লিখেছেন, ‘ভিআইপি রাধুনিই একমাত্র সোফায় বসে রান্না করে। রান্নাটা টেস্ট করতে পারলে মন্দ হতো না।’
আবার কেউ লিখেছেন, ‘এক জীবনে বেডরুমে খিচুড়ি রান্না করা দেখাটা বাকি ছিল’। আরেকজন লিখেছেন, ‘বাহ সেজেগুজে, ঠোঁটে ইচ্ছামতো লিপস্টিক দিয়ে, সোফায় বসে রান্না। আদৌ এইটা কি রান্না? নাকি তামাশা চলছে এটাই বুঝলাম না!’
এদিকে কয়েকদিন আগে মাহি হিজাব পরা দুটি ছবি পোস্ট করে জানান, তিনি দিনরাত ‘আলহামদুলিল্লাহ্’ পড়ছেন। এর মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি লাভের চেষ্টা করছেন। সেই পোস্টেও অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানান।
Leave a Reply