মান্দা: নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় হামলার শিকার হয়েছে। এ সময় হাতুড়ি এবং রডের আঘাতে আহত ডিবির দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হলেও মূল মাদক কারবারি খলিলুর রহমান (৪৮) হাতকড়াসহ পালিয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত দুজন হলেন- বড় বেলালদহ গ্রামের খলিলুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৪৫) এবং পার্শ্ববর্তী নলডাঙ্গা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেলালদহ গ্রামে ডিবির উপপরিদর্শক (এসআই) মহসিন রেজার নেতৃত্বে ছয়জনের একটি দল খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হাতকড়া পরানো হয়। এরপর খলিলুর রহমানের স্ত্রী পারুল, লাদু মোল্লাসহ ৫-৬জন খলিলকে ছিনিয়ে নিতে হাতুড়ি-রড দিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়।
এসআই মহসিন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে এক কনস্টেবলকে বেধড়ক পেটাতো থাকেন।
হৈচৈ শুরু হলে খলিলুর রহমানের প্রতিবেশী লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে এসে দুই কনস্টেবলকে মারপিট করে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে দেয়। পরে আহত দুই কনস্টেবলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে দুই ডিবি পুলিশের সদস্য আহত হয়েছে। এক সদস্য মারাত্মক আহত হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ডিবি পুলিশের পক্ষ থেকে একটি এজাহার লেখা হচ্ছে। মাদক ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হবে। হাতকড়াসহ পলাতককে আটকের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply