স্টাফ রিপোর্টার, রাজশাহী: মহামারি করোনায় রাজশাহী বিভাগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৭ জন, রাজশাহীতে ২ জন এবং সিরাজগঞ্জে একজন মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৪৬৭ জনে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে বিভাগজুড়ে ২৪৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত ৯১ হাজার ২৩৬ জনের করোনা ধরা পড়েছে।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৭৯১ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৫ জন। এই একদিনে হাসপাতালে এসেছেন ৮৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ হাজার ৮১৫ জন।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ জনের করোনা ধরা পড়েছে বগুড়া জেলায়।
এ ছাড়া সিরাজগঞ্জে ৫৬, পাবনায় ৪৯, রাজশাহীতে ৪২, জয়পুরহাটে ৯, নওগাঁয় ৭ এবং চাঁপাইনবাবগঞ্জে ৬ জনের করে করোনা ধরা পড়েছে। এই একদিনে নাটোরে করোনা সংক্রমণ খবর মেলেনি।
গত এক দিনে বগুড়ায় ৭ জন, রাজশাহীতে ২ জন এবং সিরাজগঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন। এই দিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরে, জয়পুরহাটে এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৬৯১, রাজশাহীতে ২৬৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নাটোরে ১৪০, নওগাঁয় ১২৬, সিরাজগঞ্জে ৮০, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৩৮ জন মারা গেছেন।
Leave a Reply