স্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ছোলাইমান আলী (৪৫) নামে এক পথচারী মারা গেছেন।

পোরশা: নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় মোকছেদুল (৩০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বারিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোকছেদুল সাপাহার উপজেলার বামনপাড়া গ্রামের জৈনেক এক কৃষকের ছেলে।

জানা গেছে, সকালে মোকছেদুল মোটরসাইকেলযোগে পোরশা উপজেলার সারাইগাছী বাজার থেকে আড্ডা রোডে মুর্শিদপুর হাটে যাচ্ছিলেন।

পথে বারিন্দা মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলালের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

Leave a Reply