শোক ও শ্রদ্ধায় রাজশাহীতে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী: গভীর শোক ও শ্রদ্ধায় রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এনিয়ে রোববার (১৫ আগস্ট) নগরজুড়ে আয়োজন ছিল নানান কর্মসূচির।

সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ।

নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এতে নেতৃত্ব জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা।

পরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে দুস্থদের মাঝে বিতরণ করা হয় রান্নাকরা খাবার।

সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার নেতৃত্বে এসময় জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলাদা আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন ছিলো।

দিবসটি উপলক্ষ্যে আলাদা কর্মসূচি পালন করেছে সরকারী , আধাসরকারী ও স্বায়ত্বশাষিত বিভিন্ন দফতর। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এসময় জেলা প্রশাসক আবদুল জলিলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে তাতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।

বিশেষ অতিথি ছিলেন-পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক রাজশাহীর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সেখানকার জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম শোক র‌্যালীসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে রাবি টিএসসিসি নির্মিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা প্রতিযোগিতা, কোরআনখানি ও মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বালন।

শোক দিবসে আলাদা কর্মসূচি পালন করেছে রাজশাহী সিটি করপোরেশন। সকালে কাউন্সিলরদের নিয়ে নগর ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে বিষয়টি নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দুপুরের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করে রাসিক।

শোক দিবসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কাল পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ভার্চুয়াল প্লাটফর্মে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মেডিকেলবিশ্ববিদ্যালয় (রামেবি)। সকালে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে এনিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য নেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রামেক অধ্যক্ষ ও রামেবির ডিন অধ্যাপকডা. ডা. নওশাদ আলী, রামেবির কলেজ পরিদর্শক ও ডিন অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রামেবির ডিন ও রামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকার প্রমুখ।

সকালে শোক দিবসে আলোচনা সভায় আয়োজন ছিলো রাজশাহী শিক্ষাবোর্ড। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন। কলেজ পরিদর্শক প্রফেসর হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বোর্ডের পদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।

এর আগে বোর্ড চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষাবোর্ড। পরে নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply