স্টাফ রিপোর্টার, রাজশাহী: নিজেদের রসদ বাঁচিয়ে রাজশাহী সীমান্ত এলাকার অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
জাতীয় শোক দিবসে রোববার রাজশাহী সেক্টরের সীমান্ত এলাকায় বসবাসকারী ৫৩০ পরিবারের মাঝে এই মানবিক সহায়তা দেয়।
বেলা ১১টার দিকে পদ্মার ওপারে চরখানপুরের ৮০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন।
বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার কর্নেল আনোয়ার লতিফ খান প্রত্যেকের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এসময় বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাকারিয়া আজমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, শোক দিবসে নিজেদের রসদ বাঁচিয়ে তা দুস্থদের মাঝে বিরণ করেছে বিজিবি। বিজিবির রাজশাহী সেক্টরের প্রতিটি ব্যাটালিয়ন এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজেও অংশ নিচ্ছে বিজিবি।
Leave a Reply