স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কোজি ৯১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শুকুর মণ্ডল (২৬) নামের এক যুবককে। রোববার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত শুকুর মণ্ডল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সুবুদ্দি এরাকার সাচ্চু মণ্ডলের ছেলে। এই ঘটনায় পরে নগরীর চন্দ্রিমা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে র্যাব-৫ রাজশাহীর একটি দল পদ্মা আবাসিকের লেক এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরে র্যাব সদস্যরা তাকে পাকড়াও করেন। ওই সময় তার কাছে প্লাস্টিকের ছোট ছোট প্যাকেটে ভর্তি ১ কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে।
পরে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। এই ঘটনার রাতেই তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply