রামেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত এক দিনে রাজশাহী বিভাগজুড়ে আরও ১২ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এই একদিনে রাজশাহী ও নাটোরে ৪ জন করে, বগুড়ায় ২ জন এবং নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।

গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে প্রাণহানির খবর মেলেনি। এনিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৪৯১ জনে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানাচ্ছে, বিভাগে এ  পর্যন্ত করোনা ধরা পড়েছে ৯২ হাজার ৪৪ জনের। এর মধ্যে গত এক দিনে বিভাগজুড়ে ৩৬১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ জনের করোনা ধরা পড়েছে পাবনা জেলায়। এ ছাড়া বগুড়ায় ৯১, সিরাজগঞ্জে ৬০, রাজশাহীতে ৫৫, নওগাঁয় ২২ এবং জয়পুরহাটে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত একদিনে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

 বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৯৩ জন। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬৯৬, রাজশাহীতে ২৭২, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নাটোরে ১৪৮, নওগাঁয় ১২৮, সিরাজগঞ্জে ৮১, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৩৯ জন মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৭৪ হাজার ৪২৯ জন। এর মধ্যে গত একদিনে সেরে উঠেছেন ১ হাজার ৩৯৬ জন করোনা রোগী। 

তবে এই একদিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন। বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৩ হাজার ৯৮৭ জন। 

Leave a Reply