স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১০ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৪ জন, করোনা উপসর্গে ৫ জন এবং করোনা নেগেটিভ একজন মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ২ জন, নাটোরের একজন এবং পাবনার একজন করে ৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর এবং পাবনার একজন করে। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন নওগাঁ জেলার একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন হাসপাতালের নিবীড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে ২ জন এবং ১, ৩, ৪, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এই একদিনে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৪ জনের বয়স ৬১ বছরের উপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সি ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সি একজন মারা গেছেন।
পরিচালক আরও জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৯৯।
বর্তমানে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন, নাটোরের ৪৪ জন, নওগাঁর ২৩ জন, পাবনার ৪৪ জন, কুষ্টিয়ার ৬ জন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং দিনাজপুরের একজন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৫৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪৮ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।
এর আগে সোমবার (১৬ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৪১ জনের নমুনায়।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৪ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৫ দশমিক ২৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৯ দশমিক ১৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৩৫ জন। এর মধ্যে করোনায় ৯৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১১৩ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ২৮ জনের মৃত্যু হয়।
এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন।
এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।
Leave a Reply