স্টাফ রিপোর্টার: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন কমবেশী সব পেশার মানুষ। বাদ যাননি নওগাঁর বই ব্যবসায়ীরাও। ক্ষতি কাটিয়ে উঠতে নওগাঁর পুস্তক ব্যবসায়ীরা চেয়েছেন সরকারী বিশেষ প্রণোদন।
এনিয়ে বুধবার (১৮ আগষ্ট) দুপুরে নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নওগাঁ জেলা শাখা।
সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আবু হেনা মুস্তফা কামালের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, জিয়াউর রহমান, হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ মাহাবুব আলম প্রমুখ।
তারা বলেন, গত দেড় বছর বাংলাদেশের একাডেমিক এবং সৃজনশীল প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বিক্রয় থেকে বঞ্চিত হয়েছে।
অনেক প্রতিষ্ঠান দোকান ভাড়া, কর্মচারী বেতন দিতে পারেনি। দেশের প্রায় ২৬ হাজার বই বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। আজ তারা মানবেতরভাবে জীবন-যাপন করছে।
তাই তারা সরকারের কাছে প্রনোদনা ও অনুদানের দাবি জানিয়েছেন।
Leave a Reply