প্রিয় দেশ ডেস্ক: সামরিক বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের জন্য টিকা বরাদ্দ হচ্ছে। এক্ষেত্রে, টিকাপ্রার্থীদের নিকটবর্তী কোনো কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান শুরু হয়।
কোভিড-১৯ প্রতিরোধে প্রত্যক্ষভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর অসামান্য অবদান ও সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবাররের সদস্যদের (আঠারোর্ধ্ব বয়সী সন্তানাদিসহ) এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বেসামরিক নাগরিকদেরকে কোভিড-১৯ টিকার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর কর্তৃক বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের (আঠারোর্ধ্ব বয়সী সন্তানাদিসহ) মোট চার লাখ ৫২ হাজার ৭২১ জনের জেলার উপজেলা/সিটি করপোরেশনভিত্তিক তালিকা পাঠানো হয়েছে।
তালিকায় সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্য সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ১১। নৌবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্য ৭৫ হাজার ৫১৫ এবং বিমানবাহিনী সদস্য ও তাদের পরিবারের সদস্য ৪৩ হাজার ১৯৫ জন।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুমোদনক্রমে চাহিদার সমপরিমাণ টিকা জাতীয় পর্যায়ে সংরক্ষণ করে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট বরাদ্দ দেওয়া হচ্ছে। টিকা গ্রহীতাদের নিকটবর্তী কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।
Leave a Reply