বিনোদন ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তাদের ক্ষমতা দখলের পর অনেকে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। বিমানবন্দরে শিশুকে রেখে মা-বাবা উধাওয়ের খবরও বিশ্ব গণমাধ্যমে আসছে।
এ ছাড়া সেখানকার নারী ও শিশুদের অসহায়ত্ব প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। আফগানিস্তানের বর্তমান অবস্থায় শঙ্কিত অভিনেত্রী জয়া আহসান।
দুই বাংলায় জনপ্রিয় জয়া বলেন, ওখানকার যত ছবি দেখছি, আমার ভিতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে।
তালেবান শাসন কায়েম হওয়ার পর আফগান পরিচালক সারা করিমি খোলা চিঠি দিয়ে সাহায্যের আবেদন করেছেন। এ বিষয়েও মুখ খোলেন জয়া।
আনন্দবাজারের কাছে জয়া বলেন, আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে।
সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।
ওখানকার যেসব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনো দেশেই মেয়েদের ওপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে।
দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।’
এ সময় জয়ার কাছে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের অভিনেত্রী মিথিলা, বাঁধন এখন কলকাতায় অভিনয় করছেন। বিষয়টিতে প্রতিযোগিতা বাড়ছে বলে তিনি করছেন কি না?
জয়া তার সাবলীল উত্তরে বলেন, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই।
আমার মতে, শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। আদান-প্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরো বেশি মানুষ আসুক বাংলাদেশ থেকে, কাজ করুক এখানে। আর শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালকরাও আসুন। এখানে ছবি তৈরি করুন। আমারও দল ভারী হবে।
বাংলাদেশে তার অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সরকারি অনুদান পাওয়া ছবি ‘রইদ’ নিয়েও দ্রুত কাজে নামতে চান এই অভিনেত্রী।
পাশাপাশি জয়ার কলকাতার ছবি ‘ভূতপরী’র কাজ শেষ। ‘ওসিডি’ নামে ছবিটির শুটিং শেষ হলেও বাকি রয়েছে ডাবিং। আর ২০ আগস্ট তার অভিনীত ‘বিনিসুতোয়’ ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা হলে।
Leave a Reply