স্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ছোলাইমান আলী (৪৫) নামে এক পথচারী মারা গেছেন।

স্টাফ রিপোর্টার: নওগাঁর পোরশায় ভটভটির চাপায় আব্দুল হালিম (১৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুল হালিম উপজেলার দিঘা বিশইল গ্রামের একরামুলের ছেলে এবং দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আব্দুল হালিম ও তার বন্ধু দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদরাসা থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাদের সাইকেলে ধাক্কা দেয়। 

ধাক্কায় তারা দুইজন রাস্তায় ছিটকে পড়লে আব্দুল হালিমকে ভটভটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হালিম মারা  যান। আহত অপরজনকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply