স্টাফ রিপোর্টার, রাজশাহী: পান বরজে বিষ দেয়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (৬৫)।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত মোহাম্মদ আলী উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি উপজেলার চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চকবিরহী এলাকায় ছুরিকাঘাতের শিকার হন মোহাম্মদ আলী। ওই সময় তারে রক্ষায় এগিয়ে যান ছেলে জুয়েল রানা। তিনিও ছুরিকাঘাতে আহত হন। রাতে বাবা ছেলেকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।
মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকেই জড়িতরা পলাতক। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশও আইনত ব্যবস্থা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে তৌহিদুর রহমান আরও জানান, কীটনাশকে পান বরজ ক্ষতি হওয়ায় বৃহস্পতিবার সকালে এলাকায় একই গ্রামের বাসিন্দা আবদুল মতিনের সাথে নিহত মোহাম্মদ আলীর বাক-বিতণ্ডা হয়।
ওই দিন রাত আটটার দিকে চকবিরহী মোড়ে বসে আড্ডা দিচ্ছিলেন মোহাম্মদ আলী। ওই সময় আবদুল মতিন তাকে ছুরিকাঘাত করেন। বাবাকে রক্ষায় এগিয়ে যান ছেলে জুয়েল রানা। তাকেও ছুরিকাঘাত করেন আবদুল মতিন।
রাতেই তাদের বাবা-ছেলেকে রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বাবা মোহাম্মদ আলী মারা যান শুক্রবার সকালে। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়। ছেলে জুয়েল রানা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply