বিদেশ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্য সড়কে জামা-কাপড় ছিঁড়ে এক মন্ত্রীর ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে।
গত ১৬ অগাস্ট পূর্ব বর্ধমান জেলার কালনায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমস।
এরই মধ্যে মাধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রী স্বপন দেবনাথের ছোট ছেলে সৌরভ দেবনাথকে রাতের বেলা রাস্তার ওপর মারধর করছেন কিছু যুবক। গত ১৬ অগাস্ট রাতে বাড়ি ফিরছিলেন সৌরভ। প্রকাশ্য রাস্তায় জামা-কাপড় ছিঁড়ে মারধর করা হয় তাকে।
ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। যদিও ঘটনাটি নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই।
হিন্দুস্তান টাইমস আরও জানায়, ভিডিওটির খোঁজ নিতে গিয়ে জানা গেছে, গত ১৬ অগাস্ট রাতে বাড়ি ফিরছিলেন সৌরভ। গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। হঠাৎই কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা মেরে থেমে যায়।
অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান সেখানে বসে থাকা কয়েকজন যুবক। এরপরই মারধরের ঘটনাটি ঘটে।
Leave a Reply