স্টাফ রিপোর্টার, রাজশাহী: বিদ্যুৎ বিলে রাজস্ব টিকেট না লাগিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। দীর্ঘদিন ধরেই ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলে এই অনিয়ম চলছে।
এই ঘটনায় গত ১৭ আগস্ট কুড়িগ্রাম জেলা রাজস্ব কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আট গ্রাহক। অভিযোগের অনুলীপি পাঠানো হয়েছে ব্যাংকের জোনাল ম্যানেজার বরাবর।
লিখিত ওই অভিযানে উল্লেখ করা হয়েছে, পল্লী বিদ্যুৎ গ্রাহকরা রাকাবের কাঁঠালবাড়ি বাজার শাখায় বিদ্যুৎ বিল প্রদান করেন। ৪০০ টাকার উপরে বিলে নিয়ম মাফিক রাজস্ব টিকেট বাবদ ১০ টাকা করে জমা দেন। কিন্তু তাতে রাজস্ব টিকেট লাগাননা ব্যাংক সংশ্লিষ্টরা।
রাজস্ব টিকেট না দেয়ার কারণ জানতে চাইলে গ্রাহকদের নানান অজুহাত দেন। রাজস্ব খাতের এই টাকা ব্যাংক সংশ্লিষ্টরা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।
গ্রাহকের অভিযোগ, কেবল কাঁঠালবাড়ি বাজার শাখা নয়, রাকাবের এই অঞ্চলের প্রায় সকল শাখায় কমবেশী এই ঘটনা ঘটছে। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি বিদ্যুৎ গ্রাহকদের।
অভিযোগ বিষয়ে রাকাবের কাঁঠালবাড়ি বাজার শাখা সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি।
তবে কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক ও রাকাবের এজিএম আশরাফুল আলম রঞ্জু বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ১৭ আগস্ট আমরা আটজন বিদ্যুৎ গ্রাহকের একটা লিখিত অভিযোগ পেয়েছে। ওই দিনই অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়েছে। ১৯ আগস্ট কমিটি কাঁঠারবাড়ি শাখায় সরেজমিন তদন্তে গিয়েছিল কমিটি।
ওই আট অভিযোগকারী ছাড়া আরও কারো এমন অভিযোগ আছে কি না সেটিও খতিয়ে দেখছি আমরা। অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply