স্টাফ রিপোর্টার: নওগাঁর আত্রাইয়ে চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়া দিয়ে দুই দিন থেকে এক শিক্ষকের পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী শিক্ষক তুহিন রহমান বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আলহাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার সংলগ্ন এলাকায়।
জানা যায়, উপজেলার তারানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে শিক্ষক তুহিন রহমান ২০১১ সালে কুশাতলা বাজার সংলগ্ন স্থানে বাড়ী করে বসবাস করে আসছেন। বাড়ীর সাথে ধান ভাঙ্গানো মিল করায় মুল রাস্তা হতে মৃত লায়েব সরদারের ধানি জমির আইল দিয়ে যেতে হয়।
মিলে ধান ভাঙ্গাতে যেতে অসুবিধা হওয়ায় জমির মালিক লায়েব সরদারের ওই জমির ভোগ দখলে থাকা দুই ছেলে আহসান ও আজমলের সম্মতিতে আইলের দুই ধারে কিছুটা জায়গা ছাড়ার অনুমতি দেয়। পরে শিক্ষক তুহিন নিজ খরচে মাটি কেটে রাস্তা তৈরী করে সেখানে ইট সোলিং করে নেন।
চলতি বছরের কয়েক মাস পূর্বে পার্শ্বের আরেকটি জমি তুহিন ক্রয় করলে স্থানীয় প্রভাবশালী আলহাজ, আবুবক্কর, আশরাফুল এবং শামীম এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যার হুমকি দেন তারা।
চাঁদার হাত থেকে রক্ষা পেতে এবং জীবন বাঁচাতে আত্রাই থানায় আলহাজ, আবুবক্কর, আশরাফুল এবং শামীম এর বিরুদ্ধে মামলা করেন তুহিন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আলহাজকে শনিবার দুপুরে আটক করে সন্ধ্যায় জেল হাজতে পাঠান।
ঘটনার পর গত ২০ আগস্ট সকাল ১০ টার দিকে আবুবক্কর, আশরাফুল ও ফুরকানের নেতৃত্বে কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে শিক্ষক তুহিন রহমানের বাড়ী হতে বের হওয়ার একমাত্র রাস্তায় বাঁশ ও কাঁটার বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।
জায়গার ভোগ দখলে থাকা আহসান জানান, আমরা দুই ভাই ওই জমি ভোগ দখলে আছি। তুহিন মাস্টার আমাদের সম্মতিতে গত ২০১১ সালে রাস্তা তৈরী করে চলাচল করে আসছেন। রাস্তার ব্যাপারে আমাদের দুই ভাইয়ের আপত্তি নাই। গত শুক্রবার শুনতে পাই বোন ও ভাইয়ের ছেলেরা মিলে আমাদের দুই ভাইয়ের সাথে কথা না বলে তুহিন মাস্টারের বাড়ীর রাস্তায় বেড়া দেয়।
বেড়া দানকারী আবুবক্কর ও ফুরকানের সাথে গণমাধ্যমকর্মী শনিবার (২১ আগস্ট) দুপুরে দেখা করতে বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। কথা বলার জন্য আবুবক্কর এবং ফুরকানের মোবাইলে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর শনিবার (২১ আগস্ট) দুপুরে আলহাজ নামে এক আসামি গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply