স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১৫ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এর মধ্যে ৬ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে ৪ জন, রাজশাহীতে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং নাটোরে একজন করে মারা গেছেন। এনিয়ে বিভাগজুড়ে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৫৪৫ জনে।
রোববার (২২ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত ৯৩ হাজার ৮১৯ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ২০০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই দিন রাজশাহীতে ৫৯, বগুড়ায় ৪৬, পাবনায় ৩১, চাঁপাইনবাবগঞ্জে ১৭, নাটোরে ১৬, সিরাজগঞ্জে ১১, নওগাঁয় ১০ এবং জয়পুরহাটে ১০ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ২৬ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৯০৩ জন।
এই একদিনে হাসপাতালে এসেছেন ৭৯ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ হাজার ৪৭৮ জন।
গত এক দিনে বগুড়া বগুড়ায় ৬ জন, সিরাজগঞ্জে ৪, রাজশাহীতে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং নাটোরে একজন মারা গেছন। এই দিন নওগাঁ, জয়পুরহাট এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৬৪৫, রাজশাহীতে ২৮৫, নাটোরে ১৫৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪৬, নওগাঁয় ১৩১, সিরাজগঞ্জে ৮৯, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।
Leave a Reply