স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ৯ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এর মধ্যে ৪ জন মারা গেছেন রাজশাহী জেলায়। এছাড়া নাটোরে ৩ জন এবং বগুড়ায় ২ জন মারা গেছেন। এনিয়ে বিভাগজুড়ে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৫৫৪ জনে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত ৯৪ হাজার ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ২৫৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই দিন রাজশাহীতে ৭৫, বগুড়ায় ৪৬, পাবনায় ৩৯, নাটোরে ৩৫, সিরাজগঞ্জে ২৫, নওগাঁয় ২১, চাঁপাইনবাবগঞ্জে ১০ এবং জয়পুরহাটে ৮ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯২৩ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৯৭ জন।
এই একদিনে হাসপাতালে এসেছেন ৭৯ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ হাজার ৫৫৭ জন।
গত এক দিনে রাজশাহীতে ৪ জন, নাটোরে ৩ জন এবং বগুড়ায় ২ জন মারা গেছন। এই দিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৬৪৭, রাজশাহীতে ২৮৯, নাটোরে ১৫৮, চাঁপাইনবাবগঞ্জে ১৪৬, নওগাঁয় ১৩১, সিরাজগঞ্জে ৮৯, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।
Leave a Reply