স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগজুড়ে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন এমন রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৮৫ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় সুস্থ হয়েছেন ৮২৫ জন করোনা আক্রান্ত। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৫ হাজার ৭৪৮ জনে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১৪ দিনের মাথায় ২৬ এপ্রিল রাজশাহীতে করোনায় প্রথম প্রাণহানি ঘটে।
গত ১২ আগস্ট বিভাগজুড়ে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৯০ হাজার। অন্যদিকে, গত ১৯ আগস্ট বিভাগজুড়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যায়।
এদিকে, গত এক দিনে বিভাগে করোনায় প্রাণহানিও কমেছে। গত এক দিনে নওগাঁ, নাটোর ও বগুড়া জেলায় ২ জন করে ৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের।
এই দিন রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জে করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত বিভাগজুড়ে ১ হাজার ৫৬০ জনের প্রাণ নিয়েছে করোনা।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানা গেছে, বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত ৯৪ হাজার ৩৫৩ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ২৫৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই একদিনে বগুড়ায় ৭১, রাজশাহীতে ৪৯, পাবনায় ৪৮, সিরাজগঞ্জে ৪০, জয়পুরহাটে ৩৩, নাটোরে ২২, নওগাঁয় ৭ এবং চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের করোনা ধরা পড়েছে।
করোনা নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ৬৩ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ হাজার ৬২০ জন।
এ পর্যন্ত বগুড়ায় ৬৪৯, রাজশাহীতে ২৮৯, নাটোরে ১৬০, চাঁপাইনবাবগঞ্জে ১৪৬, নওগাঁয় ১৩৩, সিরাজগঞ্জে ৮৯, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।
Leave a Reply