স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা পাড়ি দেয়া হলোনা কলেজছাত্র আবু শাহাদত শাহী সরদারের (১৮)। বন্ধুরা সাঁতরে তীরে ফিরলেও মাঝ নদীতে তলিয়ে যায় শাহী। টানা চার ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।
শনিবার (২৮ আগস্ট) দুপুর ৩ টার দিকে বন্ধুদের সাথে ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনায় নেমেছিল শাহী। এরপর তার আর সন্ধান মেলেনি। যখন তার সন্ধন মিলল, তখন সব শেষ।
কলেজছাত্র শাহী সরদার উপজেলার সদরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। ঢাকার মুন্সী আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণিতে পড়ত শাহী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ২ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে ৩ টার দিকে নদীতে গোসল করতে নামে।
গোসলে নেমে দুই বন্ধু নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারেনি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়।
সঙ্গে থাকা বন্ধু মারুফ, রাতুল, মাসুম ও বাপ্পা জানায়, আমরা তাদেরকে অনেকবার নদীর ওইপারে যেতে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শোনেননি। তারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক একে এম মোর্শেদ বলেন, বেলা সাড়ে তিনটা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ডুবরী দলের ৪ ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় কলেজ ছাত্র শাহাদত শাহী সরদারের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াছমিন সত্যতা স্বীকার করে বলেন, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডুবরী টিম চার ঘন্টা পর নিখোঁজ হওয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা করেছে।
Leave a Reply