নৈশপ্রহরীকে হত্যা করে অটোরিকশা চুরি

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীতে অটোরিকশা গ্যারেজের নৈশপ্রহরী আনিসুর রহমান (৭০) খুন হয়েছেন। তাকে হত্যার পর গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় নগরীর নওদাপাড়া এলাকার ওই অটোগ্যারেজে এই ঘটনা ঘটে।

সোমবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে গ্যারেজ থেকে নৈশপ্রহরী আনিসুর রহমানের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ। 

নিহত আনিসুর রহমান পাশের রোড নওদাপাড়া এলাকার বাসিন্দা। 

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে অটোচালকররা অটোরিকশা নিতে গিয়ে দরজায় বাইরে থেকে তালা দেয়া পান। অনেক ডাকাডাকির পর সাড়া না দেয়ায় তারা আরেক নৈশপ্রহরীকে ডেকে আনেন। তারা বাইরে থেকে শোবার চৌকিতে নৈশপ্রহরীর চোখ, হাত ও পা বাধা মরদেহ দেখতে পান। তখনই খবর দেয়া হয় থানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ওসি আরো বলেন, গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে. চুরির উদ্দেশ্যেই হাত ও পা বেধে নৈশপ্রহরীকে শ^াসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িতদের শনাক্ত এবং কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ওসি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। পুলিশও আইনত ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply