স্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটে ক্রেতা সেজে দেওয়ান মোহাম্মদ আবু হুরায়ারা বিপ্লব (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার মঙ্গোলিয়া পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করে।
দেওয়ান মোহাম্মদ আবু হুরায়ারা বিপ্লব উপজেলার চককালু গ্রামের দেওয়ান মোহাম্মদ মহিউদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে এএসএই মেহেদী হাসান সংঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদে মঙ্গোলিয়া পূর্বপাড়া গ্রাম থেকে ক্রেতা সেজে কিনতে গিয়ে মাদক ব্যাবসায়িকে আটক করে।
এই বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) কে এম শামসুদ্দিন বলেন, ৭৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নওগাঁ ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার হয়েছে।
Leave a Reply