যৌন হয়রানির প্রতিবাদ করায় মাঝিকে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরে প্রায় ৮ মাস আগে একটি মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় নৌকার মাঝি আরজু শেখকে কুপিয়ে হত্যার পর চলনবিলে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে নাটোরের সিংড়ায় আরজু হত্যার ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত বাইজিদ বোস্তামির বরাত দিয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেপ্তারকৃত বাইজিদ বোস্তামি (১৮) নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর বিলহরিবাড়ী এলাকার নাসির বোস্তামীর ছেলে।

পুলিশ জানায়, হত্যার আগে আরজু শেখ জীবন ভিক্ষা চেয়ে অনুনয় করে, তার আট মাস বয়সী শিশু সন্তান আছে। নৌকা চালিয়ে সে সংসার চালায়। তাতেও মন গলেনি হত্যাকারীদের। পরে আরজুর কাছে ১০ হাজার টাকা দাবি করে না পেয়ে অভিযুক্ত বাইজিদ ও তার দুই বন্ধু আরজুকে হাত পা বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে পানিতে ফেলে দেয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইজিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছে।

তিনি বলেন, ৮ মাস আগে সিংড়ার চামারী ইউনিয়নের আনন্দনগর এলাকার এক মেয়েকে যৌন হয়রানি করলে আরজু ও তার এলাকার লোকজন বাইজিদকে মারধর করে। সেই ক্ষোভ থেকেই গত ২৬ আগস্ট সন্ধ্যায় সিংড়ার তিশিখালী মাজারে যাওয়ার কথা বলে ৭০০ টাকায় নৌকা ভাড়া করে আরজুকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা।

গত ২৮ আগস্ট গুরুদাসপুরের বিলসার হরদমা এলাকা থেকে আরজুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রথমে ২৭ আগস্ট সাধারণ ডায়েরি এবং গতকাল অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন নিহত আরজু শেখের বাবা আদম আলী।

Leave a Reply